শুক্রবার ঃঃ ২৪.০২.২০১৭
গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর থেকে অবশেষে চালু হল পাবনা গামী বিআরটিসি বাস। দীর্ঘ ২৭ দিনের মাথায় বৃহস্পতিবার দুপুর থেকে পুনরায় বাস সার্ভিসটি চালু হয়। চালু হওয়ার ২দিনের মাথায় বেসরকারী বাস শ্রমিকদের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া এ বাস সার্ভিস চালু হওয়ায় এলাকায় খুশির বন্যা বইছে। পাবনা বিআরটিসি বাস ডিপো থেকে সকাল পৌনে ৭টায় ছেড়ে আসবে এবং সকাল ৯ টায় রাজশাহী বিন্দুর মোড় থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রহনপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ফিরতি পথে রহনপুর থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর ২টা ৫ মিনিটে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী বাসটি এ রুটে চলাচল শুরু করে। চালু হওয়ার উদ্বোধনী দিনেই চাঁপাইনবাবগঞ্জের বেসরকারী বাস শ্রমিকরা বাসটি ভাংচুর ও চালক এবং সহকারীকে মারধর করে বাস চলাচলে বাধার সৃষ্টি করে। এরপর ২ দিন পুলিশ প্রহরায় চলাচল করলেও ৩য় দিন থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়।