অপুষ্টিতে ভোগা নারী-শিশুর সংখ্যা কমেছে বলেছেন খাদ্যমন্ত্রী

মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮

মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অপুষ্টিতে ভোগা নারী-শিশুর সংখ্যা হ্রাস পেয়েছে এবং সেই সঙ্গে ভিক্ষুকদেরও সংখ্যাও অনেক কমেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী ও কন্যা শিশুদের খাদ্য পরিস্থিতি এবং খাদ্য অধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, আগের পরিসংখ্যান দিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে হবে না। প্রধানমন্ত্রীর উদ্যোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের পাশি আমরা সকল বৈষম্যও কমাতে পেরেছি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …