অনেক কিছু প্রমাণ করার বাকি আছে বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ

রবিবার :: ০৪.০৩.২০১৮

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে পুরোপুরি ব্যর্থ টাইগাররা। তবে নিদাহাস ট্রফি নিয়ে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার বিশ্বাস একটি জয়েই মোমেন্টাম নিজেদের পক্ষে আসবে। আজ নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানালেন তিনি। আজ দুপুর ১টা’য় শ্রীলঙ্কান এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দল। তামিম ইকবাল, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে দুবাইয়ে অবস্থান করায় দলের সাথে ছিলেন না। তবে দুবাই থেকে তাদের দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে। আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর বিরাট কোহলিদের চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …