সোমবার, ২০-০৩-১৭
চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়ায় চানাচুর তৈরী ও বাজারজাত করনের অপরাধে আল-মাহমুদ বেকারীর মালিক মশিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। ভাম্যমান আদালতের পেশকার আবু তাহের ডলার জানান, আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় আল-মাহমুদ বেকারীতে দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয়। এই সময় বিএসটিআইয়ের কোন ধরনের অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদাসুজ্জামান বেকারী মালিক মশিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন, সেই সাথে আগামীতে এ ধরনের অপরাধের পূনরাবৃত্তি না করার জন্য সতর্ক করে দেন।