অনুমোদন ছাড়ায় চানাচুর তৈরী ও বাজারজাত করনের অপরাধে মালিককে ১০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২০-০৩-১৭

 

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়ায় চানাচুর তৈরী ও বাজারজাত করনের অপরাধে আল-মাহমুদ বেকারীর মালিক মশিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। ভাম্যমান আদালতের পেশকার আবু তাহের ডলার জানান, আজ চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকায় আল-মাহমুদ বেকারীতে দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয়। এই সময় বিএসটিআইয়ের কোন ধরনের অনুমোদন না নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদাসুজ্জামান বেকারী মালিক মশিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন, সেই সাথে আগামীতে এ ধরনের অপরাধের পূনরাবৃত্তি না করার জন্য সতর্ক করে দেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …