সোমবার :: ০২.০৪.২০১৮
অটিস্টিক শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরাও সমাজের মূলধারায় ফিরে আসতে পারবে। অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে। আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি তাদের বাবা-মায়ের আরো সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে বাবা-মা তাদের সন্তানের এই সমস্যার কথা সামাজিকতার ভয়ে স্বীকার করতে চান না। যার ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে পরবর্তীতে সেই শিশুটির অবস্থা আরো খারাপ পর্যায়ে চলে যায়। এ সময় প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের জন্য অটিস্টিক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী ।