শনিবার:: ২৩.০১.২০২১।
শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের সোভান উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে অভিযান চালিয়ে ৯৯৫ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে র্যা ব। আটক ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর বিশ্বাসপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে বাবুল। র্যা বের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় ৯৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যা ব।