শুক্রবার :: ২ এপ্রিল ২০২১।
রাজশাহীর ৭টি কেন্দ্রে মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ এবং বের হওয়ার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত হয়নি। মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এই ভর্তি পরীক্ষায় রাজশাহীর ১০ হাজার ২৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়েছে। তারা শুধু রাজশাহী কলেজের ভবন ব্যবহার করেছে।