শনিবার:: ২৩.০১.২০২১।
চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে চকপাড়া মাঠের মালিকবিহীন ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোরে চকপাড়া বিওপির নায়েব সুবেদার মুন্সী সলিমুল্লাহর নেতৃত্বে টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় মাঠের মধ্যে মালিকবিহীন ২৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার ৮শ’ টাকা। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।